কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানে বিষধর গ্রিন পিট ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন মাধবী মির্ধা (২৫) নামে এক নারী চা শ্রমিক।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মাধবী মির্ধা বাগানে চা পাতা তুলছিলেন। এ সময় হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে সহকর্মীরা দ্রুত তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বজনরা জানান, হাসপাতালে পৌঁছানোর পর প্রায় এক ঘণ্টা ধরে তাকে বসিয়ে রাখা হয়। রক্ত পরীক্ষার অজুহাতে মূল্যবান সময় নষ্ট করা হয়। এরপরও সাপে কামড়ের প্রতিষেধক (অ্যান্টি ভেনম) না দিয়ে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে অ্যান্টি ভেনম থাকা সত্ত্বেও তা দেওয়া হয়নি। এক ঘণ্টা বসিয়ে রাখার পর রেফার্ড করা হয়েছে। তাদের প্রশ্ন- যদি চিকিৎসা করতেই না চান, তবে এত সময় নষ্ট করলেন কেন?
স্থানীয় কয়েকজনও ক্ষোভ প্রকাশ করে বলেন, কমলগঞ্জ হাসপাতালের ডাক্তাররা রোগী এলে চিকিৎসা না দিয়ে জেলা সদরে রেফার্ড করেন। মাস শেষে শুধু বেতন নেন- এটাই এখন নিয়মে পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, এ সময় তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ছিলেন। তিনি জানান, ‘হাসপাতালে সাপের অ্যান্টি ভেনম রয়েছে। তবে চিকিৎসা প্রক্রিয়া কিছুটা জটিল হওয়ায় সময় লাগে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বলেন, কোনো কনসালট্যান্ট উপস্থিত না থাকায় তারা অ্যান্টি ভেনম প্রয়োগ করেননি।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টি অবগত আছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply