বিশেষ প্রতিনিধি :
বিয়ানীবাজারের শেওলা ব্রিজ এলাকা থেকে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ২৬ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় দুই টন অবৈধ ভারতীয় জিরার চালান আটক করেছে। শনিবার সকাল নয়টার দিকে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর দিক নির্দেশনায় সহকারি পরিচালক মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে বিজিবি বড়গ্রাম বিওপির টহল দল বিপুল পরিমাণ অবৈধ জিরার এই চালানটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে শেওলা-সুতারকান্দি স্থলবন্দর দিয়ে আন্ত:দেশিয় চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর থেকে বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মাহফুজুর রহমানের নেতৃত্বে সীমান্ত হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের শেওলা ব্রিজ এলাকায় বিশেষ অভিযানের লক্ষ্যে একদল বিজিবি অবস্থান করে। সকাল সাড়ে আটটার দিকে শেওলা স্থলবন্দর এলাকা থেকে অবৈধ পণ্যবাহী একটি ট্রাক সিলেটের দিকে রওয়া দিচ্ছে এমন খবরে বিজিবি ওৎ পেতে থাকে। শেওলা ব্রিজের কাছাকাছি আসা মাত্র চোরাকারবারিরা পণ্য বোঝাই ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত ট্রাক থেকে ১৭৭০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে বিজিবি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক চৌধুরী জানান, বিয়ানীবাজারের শেওলা ব্রীজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজিবি ১৭৭০ কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে। উক্ত জিরার বাজার মূল্য ২৬ লাখ ৫৫ হাজার টাকা। বিজিবি ট্রাকসহ অবৈধ জিরার চালান কাষ্টমসে জমা দিয়েছে এবং এব্যাপারে আইনী কার্যক্রম চলমান রয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply