বড়লেখা প্রতিনিধি:
বিজিবি-৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের আওতাধীন বড়গ্রাম বিওপির টহল বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিশেষ অভিযান চালিয়ে ৪৪৭ ঘনফুট অবৈধ কাঠভর্তি একটি ট্রাক ও ২টি মোবাইল ফোন জব্দ করেছে। এসময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবি। বিয়ানীবাজার উপজেলার দুবাগমোড় এলাকায় বিজিবি এই বিশেষ অভিযান চালিয়েছে।
আটককৃতরা হচ্ছে- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাসকান্দর গ্রামের আনসার আলীর ছেলে মো. আব্দুর রহিম (৪২) ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে মো. খোকন (৪০)।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিজিবির বিশেষ অভিযানে প্রায় পৌনে ৭ লাখ টাকা মূল্যের অবৈধ কাঠ, অবৈধ কাঠবাহী ট্রাক ও দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। এসময় পাচারকাজে সম্পৃক্ততার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply