কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা শনিবার (২০ ডিসেম্বর) হীড বাংলাদেশ এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের কৃতি সন্তান সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যাম কান্ত সিংহ।
কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান চিনু, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম। অভিষেক অনুষ্ঠানে “স্বপ্নের ঠিকানা” নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি ও “স্বপ্নের ঠিকানা” স্মরণিকার সম্পাদক পিন্টু দেবনাথ। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, পৌর জামায়াতের সভাপতি আব্দুল হাই, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস সিংহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল, প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন, প্রধান শিক্ষক সুলেমান আহমদ সালমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাব্বির এলাহী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশাহিদ আলী, মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, ভানুগাছ পৌর বনিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, মদনমোহনপুর চা বাগান ব্যবস্থাপক তাপস কুন্ড, ছাত্র প্রতিনিধি ভূঁইয়া রাজন রেজা প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং প্রধান অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদী, ৭১ ও ২৪ জুলাই যোদ্ধা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সামাজের দর্পণ। সাংবাদিক কেবল খবর সংগ্রহ করেন না, তারা খবরের গভীরে গিয়ে সত্যকে তুলে আনেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, এমনকি নিজের জীবনকে তুচ্ছ করে তারা ছুটে চলেন সংবাদের পেছনে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply