কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আরো ১৭ জন নেতাকর্মীকে দলের সকল স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে কমলগঞ্জ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন, রহিমপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সিপার আহমদ তরফদার, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল ময়ুন ফারুক. পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজিদ আলী, সাবেক সভাপতি মাহমুদুর রহমান বাদশা, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক শামীম, মুন্সীবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নোমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য লুৎফুর রহমান সাইফুল, আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দেকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিহাদ আহমদ চৌধুরী, আদমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাহের আছরু, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজমল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অজয় কানু, উপজেলা বিএনপির সাবেক সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, আব্দুল হক চৌধুরী সাইস্তা, কমলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মনসুর আলী মঞ্জু।
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ প্রত্যাহারের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন পর্যায়ের নেতাকর্মীকে সংশ্লিষ্টতা না রাখার জন্য বলা হয়।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply