লন্ডনি বউ বিয়ে করে
ঠকলো সবুর মিয়া,
ভাবছিলো সে বিবি তাকে
যাবে লন্ডন নিয়া।
বিবি তাঁকে ভুলে গেলো
লন্ডনেতে গিয়া,
শিক্ষিত ও সুন্দর দেখে
করলো আরেক বিয়া।
দেশে বসে একা একা
কান্দে সবুর মিয়া,
মনের দুঃখে বলে শুধু
‘ক্যান করছিলাম বিয়া!’
সবুর মিয়ার জন্য মনটা
হয়ে গেলো ভার,
এমন সবুর এই সমাজে
আছে বেশুমার।
শোন শোন সবুর মিয়া
শোন কানটা খোলে,
লেখাপড়া ছেড়ে দিয়ে
লন্ডনি বউ কইরা বিয়ে
মাগনা মাগনা লন্ডন যাওয়ার
চিন্তাটা যাও ভুলে।
তারচে’ বরং পড়াশোনা
করো মনটা দিয়ে,
প্রতিষ্ঠিত হলে তুমি
লন্ডনি বউ ওই যে সুমি
আসবে যখন জন্মভূমি
খোঁজে করবে বিয়ে।
(বিশিষ্ট লেখক ও কবি শ্রদ্ধেয় ফাহমিদা ইয়াসমিনের লেখা উপন্যাস “ডায়রির শেষ পাতা” এর কাহিনী অবলম্বনে রচিত)
Leave a Reply