এইবেলা, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২ জুয়াড়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তাাাদের আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি পাহাড় থেকে জুয়া খেলার সময় সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তারা হলেন, কালাপুর ইউনিয়নের মাইজদিহি গ্রামের মৃত সীতারাম নুনিয়ার ছেলে ইন্দ্রজিৎ নুনিয়া (৪৫) ও মৃত আলতাব মিয়ার ছেলে বিল্লাল হোসেন। এছাড়াও একই রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।#
Leave a Reply