জিয়াউল হক জিয়া, এইবেলা :: প্রেম ও প্রকৃতির কবি ফাহমিদা ইয়াসমিন এর “ফারহানের মুক্তিযুদ্ধ” গ্রন্থটির ব্যাপক পাঠকপ্রিয়তার ধারাবাহিকতায় দ্বিতীয় শিশুতোষ গ্রন্থ “ফারহাতের বিজয়” প্রকাশ পেয়েছে। বইটি প্রকাশ করেছে ইরাবতী প্রকাশনী। বইটি রকমারি.কম এ পাওয়া যাচ্ছে। এছাড়া ১৬২৯৭ এই নাম্বারে কল দিয়ে বইটি অর্ডার করা যাবে। আগামী ২০২১ বইমেরাও পাওয়া যাবে।
কবি ফাহমিদা ইয়াসমিন এর প্রকাশিত অন্যান্য বইগুলো- ‘স্বপ্নচারী মন’;( কাব্যগ্রন্থ) ‘নীলিমার প্রেম'( কাব্যগ্রন্থ) ‘শংকা সময়ের নিষিদ্ধ ধ্বনি’ ( কাব্যগ্রন্থ) ডায়েরির শেষ পাতা’ (উপন্যাস); ‘ফুল ফুটে পাখি উড়ে’ ( শিশুতোষ ছড়ার বই) ‘বিদ্রোহী বিক্ষোভ’ ( কাব্যগ্রন্থ)। কথার সুতোয় সেলাই করি আগামীর স্বপ্ন(কাব্যগ্রন্থ) ফারহানের মুক্তিযুদ্ধ (শিশুতোষ) অস্তিত্বের বিষন্ন দেয়াল (কাব্যগ্রন্থ) ফারহাতের বিজয়(শিশুতোষ)
কবি ফাহমিদা ইয়াসমিন মৌলভীবাজার জেলার বড়কাপন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব মো. ইলাছ মিয়া, মাতা ফজিলাতুন্নেছা চৌধুরী। লন্ডন প্রবাসি কবি ফাহমিদা ইযাসমিন এঁর স্বামী প্রকৌশলী মো. ফয়জুল ইসলাম ও আদরের দুই সন্তান ফারহাত ,ফারহান।
কবি ফাহমিদা ইয়াসমিন মৌলবীবাজার মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। শত ব্যস্ততার মাঝে থেকেও সাহিত্যের সকল শাখায় গভীর মনোনিবেশ করে যাচ্ছেন সতত। দেশ বিদেশের দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা, অনলাইন মিডিয়া ও বিভিন্ন সংকলনে অনবরত লিখে যাচ্ছেন কবিতা,গল্প, ছড়া।
এইবেলা/জেএইচজে
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply