একাত্তরে যুদ্ধে গেল রহিমুদ্দির ছেলে-
ছেলের কথা ভাবলে রহিম- বুকে মাতম খেলে।
শেখ মুজিবুর ডাক দিয়েছে আর কী থাকে ঘরে
দেখবে ছেলে পাক হানাদার কেমনে এবার লড়ে?
রাজাকারের চামচামীটা আর সহে না মনে
পাক বাহিনী ধ্বংস করে আনবে বিজয় রণে।
বীর বাহাদুর শহীদ হয়ে দেশটা করে স্বাধীন
কেমনে সহি এখন দেশে রাজাকারের তা-ধীন!
এমন করে বীর ছেলেরা মরছে পুরো দেশে
দুখ কী বলি- আল বদরও মন্ত্রী হলো শেষে।
রহিমুদ্দির চোখটি ভরে, অশ্রু ঝরে তাইরে
এমনতরো ঘৃণ্য কাজে আর যেয়ো না ভাইরে।।
Leave a Reply