কে জিতেছে? কে জিতেছে? – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা জুড়ীতে গাড়ি থামিয়ে বড়লেখার এক প্রবাসি ব্যবসায়িকে মারধর, টাকা লুট : থানায় মামলা কুলাউড়ায় আদালতের নির্দেশ অমান্য করেপাকা ঘর নির্মাণের অভিযোগ : বনবিভাগ- খাসিয়াদের মধ্যে উত্তেজনা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪: কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা কুড়িগ্রামে আপন চাচির বটির কোপে ২ বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত কুলাউড়ায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা মে দিবসে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা’র পানি ও স্যালাইন বিতরণ বড়লেখায় ঝড়ে উড়ে গেছে পৌরভবনের চাল-ব্যাপক ক্ষয়ক্ষতি, অধিকাংশ এলাকা বিদ্যুতহীন বড়লেখায় ব্যবসায়ির ভূমির গাছ চুরি-চার আসামির ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা

কে জিতেছে?

  • সোমবার, ২২ জুন, ২০২০

 

মো:শামীম কবির ::

রহিম মিয়ার দুইটি ছেলে
পড়াশুনাতে বেশ।
এই কারনে বাবা মায়ের
নেইকো গর্বের শেষ।।
পাশের বাড়ির করিম মিয়া
হতাশায় যায় দিন।
দইটা ছেলেই জন্মের গাধা
ভীষণ মেধাহীন।।

গর্বিত হয় রহিম মিয়া
ছেলের সুনাম দেখে।
হিংসায় মরে করিম মিয়া
তাদের সফল দেখে।
রহিম মিয়ার ছেলেরা সব
পরীক্ষাতে পাশ।
করিম মিয়া বলে হায়!হায়!
আমার সর্বনাশ।।

রহিম মিয়ার ছেলেরা এখন
চাকরি করে বড়।
ঢাকার ফ্লাটে থাকে তারা
গাড়িও বড়সড়।
গ্রামে থাকে বাবা মা তাদের
নেই কোন অভাব।
মোড়ল গিরি করে তারা
ভীষণ দেখায় ভাব।।

করিম মিয়ার ছেলেরা ও আজ
কাজ কর্মে যায় দিন।
বাবা মায়ের সাথেই তাদের
চলছে নিশীদিন।
বিকেল বেলা করিম মিয়া
পাড়াই পাড়াই ঘুরে।
নাতি নাতিনরা সাথে থাকে
দাদার হাতটা ধরে।।

যা দেখিয়া রহিম মিয়া
করে শুধু আফসোস।
নাতিনরা যদি থাকতো সাথে
লাগতো মোরে বেশ।।

রহাম মিয়ার দিন যে কাটে
বড় হতাসাই।
টাকা তাদের হয়তো আছে
মনে শান্তি নাই।
করিম মিয়ার টাকার অভাব
সুখের অভাব নাই।
সন্তানরা তার পাশেই থাকে
সুখে দিন কাটায়।।

রহিম মিয়ার অসুখ হলে
দেখার কেহ নাই।
টাকা দিয়ে আর যা কর
সুখ কি কেনা যায়?
করিম মিয়ার অসুখ হলে
ছেলেদের পাশে পায়।
যা দেখিয়া করিম মিয়ার
গর্বের সীমা নাই।।

কে জিতেছে? কে হেরেছে?
হিসেব করো মিছে।
আসল জয়ী তারা এখন
যারা সুখে আছে।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews