মো:শামীম কবির ::
রহিম মিয়ার দুইটি ছেলে
পড়াশুনাতে বেশ।
এই কারনে বাবা মায়ের
নেইকো গর্বের শেষ।।
পাশের বাড়ির করিম মিয়া
হতাশায় যায় দিন।
দইটা ছেলেই জন্মের গাধা
ভীষণ মেধাহীন।।
গর্বিত হয় রহিম মিয়া
ছেলের সুনাম দেখে।
হিংসায় মরে করিম মিয়া
তাদের সফল দেখে।
রহিম মিয়ার ছেলেরা সব
পরীক্ষাতে পাশ।
করিম মিয়া বলে হায়!হায়!
আমার সর্বনাশ।।
রহিম মিয়ার ছেলেরা এখন
চাকরি করে বড়।
ঢাকার ফ্লাটে থাকে তারা
গাড়িও বড়সড়।
গ্রামে থাকে বাবা মা তাদের
নেই কোন অভাব।
মোড়ল গিরি করে তারা
ভীষণ দেখায় ভাব।।
করিম মিয়ার ছেলেরা ও আজ
কাজ কর্মে যায় দিন।
বাবা মায়ের সাথেই তাদের
চলছে নিশীদিন।
বিকেল বেলা করিম মিয়া
পাড়াই পাড়াই ঘুরে।
নাতি নাতিনরা সাথে থাকে
দাদার হাতটা ধরে।।
যা দেখিয়া রহিম মিয়া
করে শুধু আফসোস।
নাতিনরা যদি থাকতো সাথে
লাগতো মোরে বেশ।।
রহাম মিয়ার দিন যে কাটে
বড় হতাসাই।
টাকা তাদের হয়তো আছে
মনে শান্তি নাই।
করিম মিয়ার টাকার অভাব
সুখের অভাব নাই।
সন্তানরা তার পাশেই থাকে
সুখে দিন কাটায়।।
রহিম মিয়ার অসুখ হলে
দেখার কেহ নাই।
টাকা দিয়ে আর যা কর
সুখ কি কেনা যায়?
করিম মিয়ার অসুখ হলে
ছেলেদের পাশে পায়।
যা দেখিয়া করিম মিয়ার
গর্বের সীমা নাই।।
কে জিতেছে? কে হেরেছে?
হিসেব করো মিছে।
আসল জয়ী তারা এখন
যারা সুখে আছে।।
Leave a Reply