সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ মৌসুমের ১৭তম চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ফেব্রুয়ারি) সকালে শহরের মৌলভীবাজার সড়কে খান টাওয়ারের দ্বিতীয় তলায় দেশের ২য় চা নিলাম কেন্দ্রে ১৭তম চা নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ নিলামে হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের সাদা চা সর্বোচ্চ দামে বিক্রী হয়।
জানাযায়, এ নিলামে বিভিন্ন চা বাগান থেকে ৭০ হাজার কেজি চা পাতা উত্তোলন করা হয়। যার বিক্রয় মুল্য আনুমানিক ১ কোটি। দুপুর পর্যন্ত প্রায় ৮০ ভাগ চা নিলামে বিক্রি হয়েছে বলেও জানান তারা।
এ নিলামে প্রথম অংশ গ্রহন করে পঞ্চগড়ের চা বাগানের মালিকরা, তাদের চা পাতা ভাল দামে বিক্রীও হয়। সবচেয়ে বড় আকর্ষন ছিল হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগানের হোয়াইট টি, যা প্রতি কেজি বিক্রী হয় ৫ হাজার ১০ টাকায়। আর পাতাগুলো ক্রয় করেন শ্রীমঙ্গলের সেলিম টি হাউজ। হোয়াইট টি ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে বলে জানা গেছে। চলতি মাসে আরো ৩টি নিলাম অনুষ্টিত হবে জানিয়েছেন শ্রীমঙ্গল টি ব্রোকারর্স।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply