কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের নাগেশ্বরী সোনালী ব্যাংক শাখার অফিসার সেকেন্দার আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে।
১২ জুন দুপুর ২টার সময় সোনালী ব্যাংক নাগেশ্বরী শাখায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। কোভিড-১৯ এর কারণে স্বল্প পরিসরে এ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক শরিফুল আযম শিপন। এ ছাড়াও শাখার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফতাব হোসেন, মোজাফ্ফর হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।
অবসরজনিত বিদায়ী বক্তব্য রাখেন অফিসার সেকেন্দার আলী।
পরিশেষে সেকেন্দার আলীর হাতে বিদায়ী স্মারক প্রদানসহ উপহার সামগ্রী তুলে দেয় শাখা ব্যবস্থাপক শরিফুল আযমসহ অন্যান্য সহকর্মীবৃন্দ।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply