জুড়ী প্রতিনিধি ::
জুড়ীতে পৃথকভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের একটি অংশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনের সামনে অপর একটি অংশ সাবেক এমপি তৈমুছ আলীর বাসভবনে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
বুধবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক আহমদের পরিচালনায় সভাপতির বাসভবনের সামনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এ সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর কেক কাটা হয়। এরপর উপজেলা প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, শাহাব উদ্দিন লেমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, যুব ও ক্রীড়া সম্পাদক ইমরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরমান আলী, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা,পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, আফজাল হোসেন চিকন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সহ সম্পাদক ইকবাল খান প্রমুখ।
অপরদিকে সন্ধা ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর শহীদ তৈমুছ আলী এমপির বাসভবনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জুবের হাসান জেবলু, আব্দুল লতিফ, শাহাজাহান ভূইয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি হাসান তারেক, সাদিক আহমদ প্রমুখ।#
Leave a Reply