কমলগঞ্জে নির্যাতিত চা শ্রমিক পরিবারের সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ানীবাজারে ভারতীয় অবৈধ পেঁয়াজসহ অটোরিকশা জব্দ বিএনপির ৩১ দফা রূপরেখা জাতির পুনর্জাগরণের পথনির্দেশক -নাসির উদ্দিন ঢাকায় হঠাৎ তিন বাসে আগুন, ৮ স্থানে ককটেল বিস্ফোরণ  সাংবাদিক এম রাজু আহমেদ এর পিতৃবিয়োগ কুলাউড়ায় ভিডিও রেকর্ডিংয়ে রেখে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবি আবেদ রাজার বড়লেখায় সহকারি শিক্ষকদের কর্মবিরতি : ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা জুড়ীতে সোনালী অতীত ফুটবল লীগ- জুড়ী দক্ষিণকে হারিয়ে জুড়ী উত্তর চ্যাম্পিয়ন বিজিবির অভিযান- আড়াই টন ভারতীয় পেঁয়াজসহ পিকআপ ভ্যান আটক বড়লেখায় পৃথক দুটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

কমলগঞ্জে নির্যাতিত চা শ্রমিক পরিবারের সংবাদ সম্মেলন

  • রবিবার, ২৭ জুন, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual7 Ad Code

বহিরাগত সন্ত্রাসীদের দফায় দফায় হামলা, পিটিয়ে জখম, বসতঘর ভাংচুর, গরু-ছাগল, দোকানের ক্যাশ ও দান বাক্স লুটের গঠনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছে নির্যাতিত চা শ্রমিক পরিবার। রোববার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান কাজল হাজরা। গত ২৮ মে রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের ফাঁড়ি সুনছড়া চা-বাগানে চা শ্রমিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

লিখিত বক্তব্যে কাজল হাজরা বলেন, দফায় দফায় বাড়িঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে জখম ও লুটপাটের ঘটনায় পৃথক দু’টি মামলা দেয়ার পর আজ পর্যন্ত লুটপাটকৃত গবাদি পশু ও অর্থ উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উপরন্ত বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত বাগানের প্ল্যান্টেশন এলাকায় কাঁচা পাতা ও ছায়াবৃক্ষ চুরি করছিল। এই সংঘবদ্ধ চক্রের সাথে বাগান কর্তৃপক্ষেরও অশুভ আতাঁত রয়েছে। গত ২৮ মে বিকেলে সুনছড়া চা বাগানের বস্তি সংলগ্ন ১০ নম্বর সেকশনের প্ল্যান্টেশন এরিয়া থেকে এই চক্র কাঁচা পাতা চুরি করে নিয়ে যাচ্ছিল। কিছু শ্রমিক তা দেখে বাগানের হেড ক্লার্ক গোপাল চক্রবর্তীকে অবগত করে। গোপাল চক্রবর্তী সংবাদ প্রদানকারী শ্রমিকের নাম চুরদের জানিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে আলীনগর ইউনিয়নের টিলাগাঁও গ্রামের মঈনুল আহমেদ গংরা রাত ৯ টায় সুনছড়া চা-বাগান বাজারে চা-শ্রমিক হরিনারায়ন হাজরা ও স্বপন নায়েককে বেঁধে নির্যাতন করে। এ ঘটনার প্রতিকার চেয়ে শ্রমিকরা হেড টিলাক্লার্ক এর সাথে দেখা করতে গেলে তিনি শ্রমিকদের সাথে দেখা করেননি। পরে শ্রমিকরা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোয় গেলে তিনিও শ্রমিকদের সাথে সাক্ষাত করেননি। এরপর পরই মঈনুল আহমদের নেতৃত্বে চা পাতা চোরদল আমাদের বাড়িতে সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় চা-শ্রমিক হরিনারায়ন হাজরা, স্বপন নায়েক রক্তাক্ত জখম ও কানাইলাল হাজরাসহ অনেকে আহত হন। সন্ত্রাসীরা ঘরে হামলা, ভাংচুর করে ধারালো দা দিয়ে আমাকে খুটির সাথে আটকিয়ে হত্যার হুমকি দেয় এবং হরিনারায়ন হাজরার স্ত্রীকেও মারধোর করে। এই সময় সন্ত্রাসীরা ঘর থেকে ৭টি গরু, ৫টি ছাগল, পাশে দোকানের ক্যাশ থেকে ৩০ হাজার টাকা ও একটি দান বাক্স লুট করে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা রাস্তা অবরোধ করে রাখলে রাতে আহতদের পুলিশি সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ত্রাসীদের নানারকম হুমকিতে হাসপাতলে চিকিৎসা অসম্পূর্ণ রেখেই হরিনারায়ন হাজরা ও স্বপন নায়েককে হাসপাতাল থেকে চলে আসতে হয়।

Manual6 Ad Code

রাজকুমারী আরও বলেন, বাগান কর্তৃপক্ষ বহিরাগত সন্ত্রাসীদের হাত থেকে শ্রমিকদের রক্ষায় কার্যকর ব্যবস্থা নেননি। উপরন্তু বহিরাগতদের দ্বারা বাংলোর ফুলের টব ভাংচুরের ঘটনায় হরিনারায়ন হাজরা ও তার ভাইসহ চা শ্রমিক স্বপন নায়েক, মিলন নায়েকসহ ৭ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। এরপর চা বাগান কর্তৃপক্ষ হরিনারায়ন হাজরা, স্বপন নায়েক, মিলন নায়েক ও রাজকুমার ভূইয়া-এই ৪ জন শ্রমিককে চাকুরী থেকে বরখাস্ত করেছে। লুটপাটকৃত গবাদি পশু উদ্ধারে পৃথক মামলা দেয়ার পর পুলিশ সুপারের তাগাদা সত্ত্বেও পুলিশ আমাদের গরু উদ্ধারে কোন পদক্ষেপ নেয়নি। চা-বাগানে অনেক বেকার শ্রমিক থাকার পরও ম্যানেজার তাঁর পছন্দের বহিরাগত ৮ জনকে বাগানে চৌকিদারের কাজে নিয়োগ করেছেন। মূলত বাগান কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম, চা পাতা ও ছায়াবৃক্ষ চুরি, শ্রমিকদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলার কারণে নিরীহ শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার চালিয়েছে।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে চা-শিল্প রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে অবিলম্বে চা-বাগানের কাঁচা পাতা ও ছায়াবৃক্ষ চুরি বন্ধ, শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, বাড়িঘরে ভাংচুর, গবাদি পশু ও অর্থ লুটপাটের সাথে জড়িত সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের আইনের আওতায় এনে শাস্তির বিধান এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথাযথ ক্ষতিপুরণ এবং লুটপাটকৃত গবাদি পশু ও অর্থ উদ্ধারে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এসময় নির্যাতিত হরিনারায়ন হাজরা, রাজকুমারী হাজরা, সুমিত্রা নায়েক, ম্বপন নায়েক, কানাই লাল হাজরাসহ চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

আলীনগর চা বাগান ব্যবস্থাপক হাবিব আহমদ চৌধুরী বলেন, আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে গরু উদ্ধারের বিষয়টি দেখার জন্য বলেছিলাম। চেয়ারম্যান সাহেব নির্যাতিত শ্রমিকদের আসতে বললে তারা আসেনি।

এ ব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাল জানান, হাতে কাগজপত্র সম্প্রতি পেয়েছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code