কুলাউড়া হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান কুলাউড়া হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ‘ফ্রেন্ডশিপ’ এর জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড’ অর্জন ওসমানীনগর উপজেলা প্রশাসনের বিজয় দিবসের প্রস্তুতি সভা কমলগঞ্জে ইউপি সদস্যের বন সংলগ্ন সরকরি জমি দখল করে ঘর নির্মাণ চলমান পরিস্থিতি নিয়ে কমলগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা রাজনগরে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত  কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা শীর্ষক সংবাদের সংশোধন কুলাউড়ার লক্ষ্ণীপুর চা বাগান ভূমিখেকোদের কবল থেকে উদ্ধার ও চা শ্রমিকদের পূর্নবাসনের দাবী সিলেটে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত কুলাউড়ায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়- কোনভাবেই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা যাবে না

কুলাউড়া হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • রবিবার, ২২ আগস্ট, ২০২১

এইবেলা, কুলাউড়া ::

পিতার ১৩তম মৃত্যুবার্ষিকী ঘটা করে পালন না করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের কথা চিন্তা করে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন আমেরিকা প্রবাসী ছেলেরা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার, অডিট বিভাগ, এজিবি) বিশিষ্ট সমাজসেবী মরহুম আব্দুল মতিন এর যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে জুবায়ের আহমদ ও আবু সাঈদ আহমদের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়।

রোববার ২২ আগস্ট বিকেল ৫টায় কুলাউড়া হাসপাতালের ‘২০ শয্যা কোভিড-১৯ আইসোলেশন ইউনিটের’ জন্য ১৫টি অক্সিজেন সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভার.) ডা. জাকির হোসেনের কাছে হস্তান্তর করেন মরহুম আব্দুল মতিনের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের আহমদ।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভার.) ডা. জাকির হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সিয়াম রাফির পরিচালনায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ছকাপনস্থ বড়দল গ্রামের ‘আহমদ ভিলা’ পরিবারের ভূয়সী প্রশংসা করে করোনাকালীন সময়ে আর্ত-মানবতার কল্যাণে সাড়া দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সিলিন্ডারের পাশাপাশি অক্সিজেন রিফিল করার ব্যবস্থা গ্রহণে সহযোগিতার অনুরোধ জানান। তিনি করোনা পরিস্থিতিতে বিনা চিকিৎসায় যাতে কেউ মারা না যায় সেদিকে সমাজের সকল বিত্তবানদের সহযোগিতা করার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুল মালিক মেম্বার, মরহুম আব্দুল মতিন এর কনিষ্ঠ পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের আহমদ, শিক্ষক আকমল হোসেন প্রমুখ।

সভা শেষে মরহুম আব্দুল মতিনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ২০০৮ সালের ২২ আগস্ট মো: আব্দুল মতিন তার গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার বড়দল গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি সরকারি চাকুরীর পাশাপশি একজন নির্লোভী, পরোপকারী ও সমাজসেবক হিসেবে জনকল্যাণে অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন। তিনি ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলা সমিতি, কুলাউড়া উপজেলা সমিতির সাথে যুক্ত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews