ধাপে ধাপে খাসিয়াদের সকল সমস্যার সমাধান করা হবে- বড়লেখা ইউএনও ধাপে ধাপে খাসিয়াদের সকল সমস্যার সমাধান করা হবে- বড়লেখা ইউএনও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া হাজীপুরে জামায়াতের উদ্যোগে আর্থিক সহায়তা বড়লেখায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবদল নেতার বাড়িতে তারেক রহমানের উপহার পৌঁছালেন বিএনপি নেতা সাজু সিলেট বিভাগে জামায়াতে ইসলামীর ১৯ প্রার্থী ঘোষণা জুড়ীতে এলাকাবাসীর প্রতিবাদ সভা এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরে পাঁয়তারা বড়লেখায় এমএ হোসেন মেধাবৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ সেচ সংকটে কৃষকরা : ভর মৌসুমেও কমলগঞ্জে বোরো আবাদ ৪০ শতাংশ জুড়ীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরষ্কার পেল শিশুরা কুলাউড়ায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের ক্যারিয়ার গাইডলাইন ও মেধাবৃত্তি প্রদান কুলাউড়া জয়চন্ডীতে আাপন ভাতিজাদের মারধরে আহত চাচা কুলাউড়ায় ২৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

ধাপে ধাপে খাসিয়াদের সকল সমস্যার সমাধান করা হবে- বড়লেখা ইউএনও

  • বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

পুঞ্জিপ্রধান ও যুব প্রতিনিধিদের সাথে মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলার ১৮টি আদিবাসী খাসি পুঞ্জিপ্রধান ও খাসি যুব প্রতিনিধিদের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।

সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বেরেঙ্গাপুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) অলমি পঃতাম, ৭ নম্বর পুঞ্জির সাবেক মান্ত্রী (পুঞ্জিপ্রধান) এলিয়াস বারেঃ, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক টারজেন পাপাং, খাসি স্বেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর জসিনতা সুমের, খাসি ইয়ুথ ক্লাবের উপদেষ্টা প্রবীণসন সুছিয়াং, নালিখাইপুঞ্জির প্রতিনিধি কারেক ধার প্রমুখ।

সভায় খাসি পুঞ্জিপ্রধান ও যুব প্রতিনিধিরা ভূমি সমস্যার স্থায়ী সমাধান, বিশুদ্ধ পানির সংকট নিরসন, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পুঞ্জিতে সিঁড়ি নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নসহ বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘আদিবাসী সম্প্রদায়ের লোকজনের সুরক্ষা নিশ্চিতকরণে পুলিশ সবসময় পাশে রয়েছে। কোনো সমস্যা হলে দ্রুত জানালে ব্যবস্থা নিতে পুলিশের সুবিধা হয়। বনাখলাপুঞ্জির জুম দখল ও আগারপুঞ্জির পান গাছ কাটার ঘটনার মামলাগুলোর তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে। শীঘ্রই এই মামলার চার্জশীট আদালতে দেওয়া হবে। ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে চার্জশীটে অন্তর্ভূক্ত করা হচ্ছে।’

সভাপতির বক্তব্যে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘বর্তমান সরকারের অঙ্গীকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল ধরণের মানবাধিকার সংরক্ষণ করা। সেই অঙ্গীকারের সাথে একতাবদ্ধ হয়ে বড়লেখা উপজেলা প্রশাসন ও সকল সরকারি দপ্তর আদিবাসীদের পাশে রয়েছে। পানির সমস্যা নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তর পরিকল্পনা নিচ্ছে। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে করা হবে। ধাপে ধাপে সকল সমস্যাগুলোর সমাধান করে দেওয়া হবে।’#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews