প্রজাপতি
তৌহিদুর রহমান
প্রজাপতি দেখেছেন প্রজাপতি?
সুন্দর সুন্দর ডানা;
দেখে আকর্ষিত হই, মোহিত হই,
আনন্দে হই আটখানা।
ভাবি কি সৃষ্টি করেছেন খোদাতালা
পুলকিত হয়ে ছবিও তোলি কয়েকখানা।
ভেবে দেখেছেন শুককীট যখন থাকে
তার রূপের ছিটে ফোঁটা কি জুটে?
কুৎসিত আর কদাকার, ভয় ধরানো রূপ;
সামনে পরেনা সদা, থাকে অতি চুপ।
লাল, নীল, সাদা, কালো,
হাজার রঙে মিশে;
প্রজাপতি করছে আলো
এই পৃথিবীতে এসে।
কেউবা বুঝায় ভালবাসায়, কেউবা আনন্দে
কেউবা আবার বিচ্ছেদ বুঝায় প্রজাপতিতে।
কতো ব্যাখ্যা দিচ্ছি আমরা একই প্রানীতে
দুঃখ- কষ্ট, আনন্দ- বেদনা খুঁজে পাই তাতে।
কতো চঞ্চল, কতো প্রাণ শক্তি,
শুধু চায় উড়িতে;
মনে হয় তার দেহ ভর্তি ইঞ্জিনে,
তাই চায়না বসিতে।
ভাবখানা এমন যেন তার
বোকা দুনিয়ার সেরা বোকা;
যখন সে বসে বসে
আপনাকে দিবে ধোঁকা।
যেইনা আপনি গেলেন ধরতে
চুপিচুপি পায়;
নিঃশব্দে উড়ে গিয়ে
আপনাকে বোকা বানায়।
চেয়ে চেয়ে দেখি তখন তার রূপের বাহার
কতো রঙে গড়েছে আল্লাহ জীবন তাহার।
তাইতো বলি প্রজাপতি দেখুন প্রজাপতি
খুঁজতে থাকুন এখনই ইতিউতি।
চোখ জুড়াবে, মন জুড়াবে, আরও কতো কাহিনী
মনে হবে আরো আগে কেনো প্রজাপতি দেখিনি।
Leave a Reply