মধ্যরাতের ট্রেন
ফাহমিদা ইয়াসমিন
রাত্রি দ্বিপ্রহরে একাকী দাঁড়িয়ে ছিলাম
ঝাউতলা রেলস্টেশনে
মধ্যরাতে শান্তি এক্সপ্রেসের অপেক্ষায় ।
রাঙ্গামাটির বিশাল পাহাড়
দেখতে গিয়েছিলাম
মেঘের সাথে পাহাড়ের মিতালী
দেখে মুগ্ধ হয়েছিল আমার মন।
নির্জন স্টেশনের ছাউনিতে বসে ভাবছিলাম
আর বারবার ঘড়ির দিকে তাকিয়ে
অপেক্ষা করছিলাম
কখন আসবে মধ্যরাতের ট্রেন।
রাতের আকাশ ছিল
ঝলমলে তারা ভরা
দূর থেকে দেখা গেছে জোনাকি গূলো উড়ছিল
উড়ে উড়ে গাইছিলো মন ভোলানো গান।
ছিমছাম নীরব ছিল চারপাশ
শিউলি তলায় টুপটুপ করে ঝর ছিল ফুল
হঠাৎ করে শুনতে পেলাম
মধ্যরাতের ট্রেন
হুইসেল বাজিয়ে চলে গেলো।
Leave a Reply