তোমায় দেখে যতটা মুগ্ধ হই
কষ্ট পাই তার চেয়েও বেশি।
তোমার খুঁনসুটিগুলো বেশ লাগে,
আছে অকারণে কষ্ট দেবার ভয়ও
এসব তোমার জানা আছে নিশ্চয়!
আমার মেঘ ধরতে ইচ্ছে হয় খুব
তুমি না হয় মেঘের ভেলায় উড়ো,
তোমার ছিলো কদমফুলের দাবি
জলে ডুবে সাজিয়ে দিলাম তোমায়
কাঁদাজলে জমিয়ে রাখা ধুলো।
তবু তুমি গোমড়ামুখে থাকো
এত এত ভালোবাসি তোমায়,
সর্ষেফুলে জমিনখানি মাখো!
প্রজাপতি আসুক কাছে, ভালোবাসুক;
কাটুক সাঁতার মৌ বসানো চাকে
আছে কি কেউ আমার মতো
এমন করে বুকে পুষে রাখে?
Leave a Reply