বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলা জাতীয় পার্টি, যুবসংহতি ও ছাত্রসমাজ শনিবার দুপুরে যৌথভাবে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এর আগে নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আফজল হোসেনের সভাপতিত্বে এবং সহসভাপতি সুনাম উদ্দিন ও প্রচার সম্পাদক আলী আজাদের যৌথ সঞ্চালনায় উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার প্রারম্ভে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি অনুকুল চন্দ্র দেব, নুর উদ্দিন, সদর ইউপি জাপার সভাপতি আমির উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউপি জাপার সাধারণ সম্পাদক জহুর উদ্দিন, উপজেলা যুবসংহতির সভাপতি ফরাস উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক আলী জলিল, সুজানগর ইউনিয়ন যুবসংহতির সাধারণ সম্পাদক মীর আব্দুল করিম, সদর ইউনিয়নের সম্পাদক ফজলু মিয়া, আব্দুল মতিন, আজিজুর রহমান, জামাল উদ্দিন প্রমুখ।#
Leave a Reply