সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পযৃায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ছে। বুধবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ফিল্ড এসিস্ট্যান্ট মো. আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুছ ছামাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতি: দা:) ডা. মো. শাহিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি ও ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রশীদ প্রমূখ।
অতিথি স্থানীয় সংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শেখ হাসিনার সরকার পর্যাপ্ত পুষ্টির যোগান ও দেশের মানুষকে সবল জাতি হিসেবে গড়ে তুলতে সরকার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান মেডিসিন, গবাদী পশু, পাখি, কবুতরসহ ৩০টি স্টল অংশগ্রহণ করে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply