অনু গল্প
তখন বুকে ভিতর হেমন্ত। অদ্ভুত মায়াময় পরিবেশ। প্রিয়র সাথে প্রথম আলাপ। কবিতার সুরে সুরে মনের জানালা দিয়ে উঁকি মারা। দুজনের’ই স্থিত মজবুত সম্পর্ক আছে। তবুও চলে আসা। গভীর ভাবে একে অন্যের হওয়া। কবিতার আলাপচারিতায় একে অন্যকে বুঝে নেওয়া।
এখন বুকের ভিতর শীত। শীতও যেন আরো কাছে নিয়ে এলো উষ্ণতা দিয়ে। মন ভেসে চললো শীতের হিমেল হাওয়ায়। এখনো পর্যন্ত কেউ কাউকে দেখেনি। মনে মনে অনুভবে অনুরণে শুধু কাছাকাছি এসেছি । যেন কত জনমের পরিচয়।
সামনে বসন্ত, দেখা হয়েই যাবে মনে হয়। কৃষ্ণ চূড়া তার লাল রঙের আভায় ভরে দিয়েছে।সে আসবেই দুজনেই গুণ গুণ করে। ওরা কাছাকাছি বসে মনের কথা বলবে। একে অন্যকে কবিতা পড়ে শোনাবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply