এইবেলা, বড়লেখা::
বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র নেতৃবৃন্দ ৬ আগষ্ট শানিবার বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দের সাথে ফাউন্ডেশন ইউকে নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজ কর্তৃপক্ষ ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দ কলেজের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে কলেজের মুসলিম শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে কলেজের মসজিদের ফ্লোর টাইলস করে দেয়ার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি কলেজের শিক্ষা খাতকে এগিয়ে নিতে যথাসম্ভব অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেন। এসময় কলেজের বিভিন্ন শ্রেণির ছাত্রীরা বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন ।
কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোশারফ হোসেন সবুজের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রধান উপদেষ্টা, টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর আতা রহমান, ফাউন্ডেশনের সভাপতি শাহীন ইকবাল, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস হাসনা রহমমান, ট্রেজারার নাজমুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আবুল কাশেম, ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ও দাতা আমেরিকা প্রবাসী আবুল হাসনাত শাহেদ। কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. বেলাল উদ্দিন, সিনিয়র প্রভাষক এমএ হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ, প্রভাষকবৃন্দ, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম।
Leave a Reply