বড়লেখায় হত্যা চেষ্টা মামলার রায়- ইউপি মেম্বারসহ ৩ আসামীর সশ্রম কারাদণ্ড বড়লেখায় হত্যা চেষ্টা মামলার রায়- ইউপি মেম্বারসহ ৩ আসামীর সশ্রম কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ : বিজিবির হাতে শিশুসহ ৫ বাংলাদেশী আটক বড়লেখায় সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময় আত্রাইয়ে গ্রাম পুলিশের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় নিঃশর্ত ক্ষমা চাইলেন যুবলীগ নেতা- বড়লেখায় জিম্মি রেস্টুরেন্ট খুলে দিলেন ব্যবসায়ি নেতৃবৃন্দ কুলাউড়ার ব্রাহ্মণবাজারে পূবালী ব্যাংকের নতুন ভবনে যাত্রা শুরু কমলগঞ্জের শমশেরনগর : বিমান বাহিনীর ৫২ তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও  মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক প্রচারাভিযান কমলগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দল মেটালেন জেলা আহবায়ক জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ‘ফ্রেন্ডশিপ’ এর জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড’ অর্জন

বড়লেখায় হত্যা চেষ্টা মামলার রায়- ইউপি মেম্বারসহ ৩ আসামীর সশ্রম কারাদণ্ড

  • মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় জামে মসজিদ প্রাঙ্গণে হত্যা চেষ্টা মামলার রায়ে প্রধান আসামী উপজেলার তালিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার শাহীন আহমদসহ ৩ আসামীকে আদালত বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে অপরাহ্নে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

রায় ঘোষণার সময় মামলার দণ্ডিত প্রধান আসামী ইউপি মেম্বার শাহীন আহমদ ও ৩ নম্বর আসামী কাইয়ুম আহমদ আদালতে উপস্থিত থাকলেও দণ্ডিত অপর আসামী ছফর উদ্দিন পলাতক ছিলেন। বিকেলে আদালত পুলিশ দণ্ডিত আসামীদের কারাগারে প্রেরণ করেছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের মৃত রহমত আলীর ছেলে মিলন আহমদ জুম্মার নামাজ পড়ার জন্য গ্রামের জামে মসজিদে যান। পূর্ব বিরোধের জেরে ইউপি মেম্বার শাহীন আহমদের নেতৃত্বে সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে মসজিদ প্রাঙ্গণে দা দিয়ে কুপ দিলে মিলন আহমদের মাথায় রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আহত বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলে মঞ্জুর আলমসহ স্বজনরা গুরুতর আহত হন। এঘটনায় আহত মিলন আহমদ ইউপি মেম্বার শাহীন আহমদকে প্রধান আসামী করে ১৫ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নম্বর-সিআর-২৫৫/১৬) করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত মামলার প্রধান আসামী বর্তমান ইউপি মেম্বার শাহীন আহমদ ও ছফর উদ্দিনকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ নম্বর আসামী কাইয়ুম আহমদকে ৩২৩ ধারায় ১ বছর ও ৩৭৯ ধারায় ২ বছরসহ মোট ৩ বছরের সশ্রম কারাদÐ প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ইকরাম হোসেন জানান, এ মামলার দীর্ঘ সাক্ষ্যপ্রমাণে তিন আসামীর বিরুদ্ধে বাদীর আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিজ্ঞ আদালত প্রধান আসামী শাহীন আহমদ ও পলাতক আসামী ছফর উদ্দিনের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ডের এবং ৩ নম্বর আসামী কাইয়ুম আহমদের বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews