বড়লেখা প্রতিনিধি :
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ রোববার দুপুরে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
বড়লেখা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের ইমরান হোসেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, রিংকু দে, হাফিজুর রহমান শাওন, যুগ্ন সাধারণ সম্পাদক বাকের আহমদ, মারুফ আহমদ, আবিদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক, সফিউস সামাদ জুয়েল, মারুফ আহমদ, প্রচার সম্পাদক টিপু চন্দ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাজু আহমদ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক নাজমুল ইসলাম, বিভাগীয় উপ-সম্পাদক আফতার হোসেন, ফাহিম আহমদ,কাওছার আহমদ, সহ সম্পাদক ফরিদুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদ, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, সাধারন সম্পাদক সাহেদ মালিক, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন, বর্নি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান,এম মুন্তাজিম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রাজ, সাধারন সম্পাদক, সামছুল ইসলাম, নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কয়েছ আহমদ, দক্ষিণভাগ উওর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাওছার মির্জা রনি, সাধারন সম্পাদক, শাহিদ হাসান শিমুল, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজান আহমদ, সাধারন সম্পাদক, উসমান গনি, সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক, রূপক দাস বুলন, উওর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জাহিদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সদস্য কামরুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি, সোভন দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক মাহতাসিন মাহাদি, দেলোয়ার হোসন, সৌরভ দাস, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ।
Leave a Reply