তুমি পুরুষ হয়েছো
কিন্তু…
প্রেমিক হতে পারোনি।
প্রেমিক হতে হলে-
খানিকটা বন্য হতে হয়!
তোমায় অগ্রসর হতে হবে-
বনের পথে সশস্ত্র ওষ্ঠের তৃষ্ণা নিয়ে,
আবরন ফেলে এসো
নিশিন্দা ফুলের কামাঘ্রানে
যুগলবন্দী দ্বার রক্ষীর হাজিরায় সাক্ষর করে।
তুমি কি দিকশুন্য?
তবুও পা চালাও চটজলদি বনের গহীনে।
ক্লান্তিতে জিভ শুকিয়ে গেলে
জিরিয়ে নিও খাদের পাড়ে
কস্তুরিমৃগও নাভীর উপত্যকায়,
তাহার নিচেই ফেনিল জলের মহাসমুদ্র।
ও জলে তৃষ্ণা মিটেনা প্রেমিক!
পিপাসা শুকিয়ে শরীর ও মন
ঝুঁকতে থাকে নুনতা স্বাদে।
তুমি ভাসিয়ে ডানা
বুনো হাঁস হয়ে যেও,
অবাধ্য সোহাগে আঁচড়ের দাগে
প্রেমিক তুমি বন্য হইও,
হিংস্র হইওনা।
Leave a Reply