কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত ২৯জন প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও গেট টুগেদার-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো: জালাল উদ্দিন।
কমলগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো: মামুনুর রশিদ ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামসুর রহমান, সিলেট বিভাগীয় শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, মোশারফ হোসেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: ইসহাক মিঞা, জয় কুমার হাজরা, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক অরুন কুমার দাস, জেলা কমিটির সভাপতি জহর তরফদার, সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব নারায়ণ, সাংবাদিক শাহীদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ২৯ জন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মানুষ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা প্রদান করায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।#
Leave a Reply