বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর পদোন্নতি জনিত বদলী উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখা বৃহস্পতিবার বিকেলে বিদায় সংবর্ধনা দিয়েছে। বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারুণ্য নাট্যগোষ্ঠী’র সহ-সভাপতি হানিফ পারভেজ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখার সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন চৌধূরীর সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত বাবলু (এপিপি), উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারী কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, বড়লেখা উপজেলা একাডেমীক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, নাট্যযোদ্ধা সিলেট’র সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, বেতার শিল্পী নাসের সরকার মনি, নজরুল একাডেমীর পৃষ্ঠপোষক জুনেদ রায়হান রিপন, পাতাকুঁড়ি থিয়েটারের সভাপতি তাজুল ইসলাম, প্রবাসী ইয়াং সোসাইটির জাফর আহমদ, উপজেলা শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সমিতা চক্রবর্তী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক খালেদা বেগম, বাঙালী বাউল শিল্পী গোষ্ঠীর মেম্বার প্রসেনজিৎ শর্মা, উপজেলা বাউল সংগীতশিল্পী সংগঠন বড়লেখার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মন্টু, তারুণ্য নাট্যগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সালমান কবীর প্রমূখ।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে স্মরণীয় করতে রাখতে বড়লেখার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে মনোমুগ্ধকর নাচ, গান ও নাটকের। তন্মধ্যে, তপন চৌধূরীর রচনায় ও মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্সের নির্দেশনায় নাট্যযোদ্ধা সিলেট পরিবেশিত যাত্রা ভিত্তিক “গুণী রাজার বিদায়” এবং নাসের সরকার মনির রচনায় এবং বদরুল ইসলাম মনুর নির্দেশনায় “একজন মুক্তিযুদ্ধার গল্প” নাটক দু’টি দর্শকের মন কাড়ে। পরিশেষে, সংবর্ধিত অতিথি ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রত্যেক সংগঠনের দেয়া আলাদা আলাদা সম্মাননা ক্রেস্ট সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে গ্রহণ করেন।
Leave a Reply