করোনার এই করুণ কালে
জালিয়াতির জাল,
কোটিপতি হয়ে গেলো
মোসাহেবের পাল।
স্বাস্থ্য বিভাগ অসুস্থ আজ
বলতে লাগে লাজ,
আজব দেশে সাধু সেজে
কুকুর পরে তাজ!
জীবন নিয়ে করছে খেলা
করছে আজব ছল,
বিশ্ববাসী জানিতে চায়
কিসে তাদের বল?
পর্যুদস্ত আম জনতা
বলার জায়গা নাই,
ধুকে ধুকে মরছে মানুষ
পায় না কোথাও ঠাঁই।
মন্ত্রণালয় মন্ত্রে চলে
বলছে এখন লোক,
জালিয়াতির দিচ্ছে সনদ
বইতেছে তাই শোক।
০৪ আগস্ট ২০২০
Leave a Reply