কুলাউড়ায় ৪ পুলিশের উপর হামলা : চাঁদা দাবির অভিযোগ চা শ্রমিকদের কুলাউড়ায় ৪ পুলিশের উপর হামলা : চাঁদা দাবির অভিযোগ চা শ্রমিকদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদ্রাসার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ধুমপানের ভিডিও ভাইরাল, বহিস্কার ৪ কুলাউড়ায় ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ বড়লেখায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২ বড়লেখায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় : সীমান্তবর্তী মন্ডপ নিরাপত্তায় বিজিবির বিশেষ নজরদারি কমলগঞ্জে একদফা দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  মতবিনিময় সভা   অন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে পিএফজির মানববন্ধন আত্রাইয়ে বর্ণিল আয়োজনে জাতীয় ‘পথশিশু দিবস’ পালিত কুলাউড়ায় শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত

কুলাউড়ায় ৪ পুলিশের উপর হামলা : চাঁদা দাবির অভিযোগ চা শ্রমিকদের

  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

এইবেলা,  কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের একটি চা-বাগানে ৪ পুলিশ সদস্যের উপর হামলা চালায় এবং তাদের অবরুদ্ধ করে রাখে চা শ্রমিকরা। এ সময় পুলিশের ব্যবহৃত দু’টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। ২৫ অক্টোবর মঙ্গলবার রাতে ইউনিয়নের দিলদারপুর চা-বাগানের পূজাম-পে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রব মাহাবুব ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্যামাপূজা উপলক্ষে সোমবার রাত থেকে দিলদারপুর চা-বাগানের শ্রমিকদের উদ্যোগে বাগানের পূজাম-পে বিভিন্ন অনুষ্ঠান চলছিলো। স্থানীয় কিছু লোক মন্ডোপের পাশে জুয়া ও তাস খেলছিলেন। মঙ্গলবার রাতে কুলাউড়া থানার এএসআই আক্কাস উদ্দিনসহ ৪ পুলিশ সদস্য সাদা পোশাকে সেখানে উপস্থিত হয়ে জুয়া ও তাস খেলোয়াড়দের মারধর করে আটকের চেষ্টা করেন। তখন উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে সাদা পোষাকদারীদের (পুলিশ সদস্য) উপর হামলা চালায়। প্রাণ বাচাতে গিয়ে পুলিশ সদস্যরা ম-পের পাশের এশটি গিয়ে আশ্রয় নেন।

এসময় উত্তেজিত লোকজন রাস্তার পাশে রাখা পুলিশ সদস্যদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে বাগান ও আশপাশ এলাকার শতাধিক লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাগান শ্রমিক জানান, মঙ্গলবার সন্ধ্যা পরে কুলাউড়া থানার এএসআই আক্কাস উদ্দিন অপরিচিত আরও ৩জন সাদা পোষাকের পুলিশ নিয়ে মন্ডোপে এসে আমাদের কাছে টাকা দাবী করেন। কেন টাকা দেবো এমনটি বলার সাথে সাথে আক্কাস ও তার সহযোগীরা আমাদের মারধর করে আটকের চেষ্টা করেন। তখন উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে তাদের উপর হামলা করেন।

এদিকে পাশ্র্ববর্তী বিজয়া চা-বাগানের কয়েকজন শ্রমিক জানান, সন্ধ্যার পরপরই আক্কাস দারোগা এবং আরও ৩জন সাদা পোষাকের পুলিশ এসে আমাদের বাগানের মন্ডোপের পাশে বিভিন্ন লোকজনকে ধরপাকড়াও করেন। পরে তারা টাকা দিয়ে ছাড় পেয়েছেন। এসময় জ¦ালানী কাঠ বোঝাই একটি ট্রাক গাড়ি আটক করে চালকের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন।

এদিকে একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে যে, এএসআ্ই আক্কাসের সাথের দু’জন পুলিশ সদস্য কুলাউড়া থানার নয়। এমনকি তারা (পুলিশ সদস্যরা) সকলেই মঙ্গলবার (২৫ অক্টোবর) ছুটিতে ছিলেন।

কুলাউড়া থানার অভিযুক্ত এএসআই আক্কাস উদ্দিন জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ৩ জন কনস্টেবল সঙ্গে নিয়ে দিলদারপুর চা-বাগান এলাকায় যান। তাঁরা সাদাপোশাকে দু’টি মোটরসাইকেলে ছিলেন। ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পূজাম-পে কাছে জুয়া খেলা চলতে দেখেন। এ সময় মোটরসাইকেল থামিয়ে তিনি জুয়া খেলা বন্ধ করতে বলেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে চা বাগানের লোকেরা তাদের ওপর চড়াও হন।

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রব মাহাবুব পুলিশ সদস্যদের উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, দিলদারপুর চা-বাগানের পূজাম-পে অনুষ্ঠান চলছিলো। পুলিশের সঙ্গে শ্রমিকদের একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। বিষয়টির সমাধান হয়ে গেছে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, দিলদারপুর চা-বাগানে জুয়া খেলায় বাঁধা দেয়ার নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল বলে খবর পেয়েছেন। কোনো পুলিশ সদস্য লাঞ্ছিত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
এব্যাপারে মৌলভীবাজার পুলিশ সুপার জাকারিয়া আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews