কি ভীষণ ঝড় উঠেছে । চারিদিক থরথর করে কাঁপছে। বারবার ডুকরে কেঁদে উঠছে রুম। এত অপমান এত জ্বালা।বুক জুড়ে রক্তক্ষরণ। তবে কেন এত প্রতিশ্রুতি ছিল।
সেদিন কি অসাধারণ তৎপরতায় ফিরিয়ে দিয়েছিল প্রিয় ওকে। ধ্বস নামার মত ভেঙে পড়েছিল রুম। অপমানের জ্বালা ক্ষত বিক্ষত।
আজ অনেকদিন হয়ে গেছে, রুম ভুলতে পারিনি প্রিয়কে। তাই এখনো প্রিয়কে নিজের ভালোবাসার আসনে বসিয়ে রেখেছে। বড় মায়ায় জড়িয়ে আছে সে যে। প্রিয় যে তাকে সরিয়ে দিয়েছে তাও নয়। অত্যন্ত সচেতন ভাবে তাকে কাছে রেখেছে। তাকে কেয়ার করেছে ভীষণ ভাবে। অনেক অনেক ভালো লাগার মুহূর্ত উপহার দিয়েছে।
রুম ভাবে প্রিয়র জীবনে তার অবস্থানটা কোথায়!
জানতেও চেয়েছে বারবার , প্রিয় উত্তর দেয় নি।
বলতে পারিনি হয়তো তার না বলা নীরব কথা।
Leave a Reply