সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভা ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় রাস্তার দু’পাশ এবং ফুটপাতে অবৈধ্য দোকান ও দখলদারদের উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মহসীন মিয়া মধু, সহকারী কমিশনার (ভূমি) সদ্ধীপ তালুকদার ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সর্দার উপস্থিত ছিলেন।
এসময় নতুনবাজার, হবীগঞ্জ রোড, স্টেশন রোডসহ সড়কের পাশে ফুটপাত দখল করে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসাবানিজ্য না করতে ব্যবসায়ীদের এবং সড়কের পাশে অবৈধভাবে যানবাহন না রাখতে চালকদের সতর্ক করা হয়। উচ্ছে অভিযান শেষ পর্যায়ে উচ্ছেদের নেতৃত্বদানকারীরা গণমাধ্যমকর্মীদের জানানো হয় আজকের অভিযান সর্তক বার্তা এর জন্য কাউকে জেল জরিমানা করা হয়নি। ওরা আবারও পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরোদ্ধে জেল জরিমানা করা হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply