কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজনে বুধবার বিকাল সাড়ে ৪ টায় ভানুগাছ খাদ্য গুদাম প্রাঙ্গনে সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য পরিদর্শক আশিষ রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী। বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক চন্দ্র মন্ডল, কৃষক মাওলানা মোবাশি্বর আলী।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, চলতি রোরো মৌসুমে কমলগঞ্জে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩০ টাকা কেজি দরে ৩৭৩ মেঃটন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৩৬৬ মেঃটন চাল সংগ্রহ করা হবে।
Leave a Reply