বিপনন :: সম্প্রতি কুলাউড়া সাবরেজিস্টার অফিস নিয়ে বিভিন্ন দৈনিক, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কুলাউড়া উপজেলা দলিল লেথক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
গত ৮ মাস থেকে কুলাউড়ায় কোন সাবরেজিস্টার নেই, ভারপ্রাপ্ত দিয়েই চলছে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, ভারপ্রাপ্ত সাবরেজিস্টার পরামর্শের নামে সময় ক্ষেপন ও অবৈধ দলিল সম্পাদনের লেনদেন করেন। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। বাস্তবতা হলো- আরএস রেকর্ডে নামের ভুল, ন্যাশনাল আইডি কার্ডে পিতা মাতার নামের ব্যবধান, দলিলে হিস্যার ভুল এসব বিষয় নিয়ে পরামর্শ করা হয়ে থাকে। পরামর্শ ছাড়া দলিল সম্পাদন করা সমম্ভব নয়। এর সাথে উৎকোচের কোন বিষয় জড়িত নয়। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।#
Leave a Reply