রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে আটক করেছে। এসময় তাঁদের কাছ থেকে লুন্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাতরা হলো- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হোসেন (৪০), রুবেল মিয়া (৩০) ও আমির হোসেন (৪১)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৪/০৮/২০২৩) রাতে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ঘরের কলাপসিবল গেইটের তালা কাটিয়া ও কক্ষের ছিটকারী ভাঙ্গিয়া ৬-৭জন ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা রামদা ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে গৃহকর্তী আমিরুন নেছা, তাঁর মেয়ে ও পুত্রবধুর হাত পা কাপড় দিয়ে বেঁধে গোসল খানার ফ্লোরে ও বাথরুমে তাঁদেরকে আটকে রাখে। এরপর নগদ ২০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, ১ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের দুল, ২ ভরি ওজনের রুপার ব্রেসলেট ও গলার চেইন, ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ১২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল মিলিয়ে ৬ লক্ষ ২৩ হাজার টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায় ডাকাত দল।
ঘটনার পর গৃহকর্তী আমিরুন নেছা বাদী হয়ে ৩৯৪, ৩৯৭ ধারায় রাজনগর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে শনিবার রাতে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ৩ জন ডাকাতকে আটকসহ লুন্ঠিত ১ জোড়া কানের দুল ও ১টি রুপার চেইন উদ্ধার করে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, ২টি ছুরি, রামদা, হেমার ও ১টি কাটার উদ্ধার করে পুলিশ।
রাজনগর থানার অফিস ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, বাকী আসামী ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান।#
Leave a Reply