কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। গত সোমবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার পারভীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহেনা বেগমের সভাপতিত্বে ও শিক্ষক তমিজুর রহমান ও ব্রজেন্দ্র কুমার সিংহের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, প্রাক্তন শিক্ষক ভুবন মোহন সিংহ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রুসন আলী, ব্রজগোপাল সিংহ, আব্দুস সালাম ও লেখক ও কবি শিক্ষক সাজ্জাদুল হক স্বপন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সালাহউদ্দিন শুভ, শিক্ষক তমিজউদ্দীন প্রমুখ।
বিজ্ঞান মেলায় ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ১৬টি স্টলে তাদের উদ্ভাবন নিয়ে অংশগ্রহন করে। অতিথিরা বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন অতিথিরা। ছাত্র-ছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় এ বাষিক বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরা হয়েছে। যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন, পদার্থ ,বায়ুগ্যাস,বিদ্যুৎ উৎপাদন এবং জ্যোতির্বিদ্যার ধারনাও তুলে ধরার চেষ্টা করেছে ক্ষুদে বিজ্ঞানীরা।#
Leave a Reply