কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: স্থানীয় সরকার বিভাগের জারিকৃত পরিপত্রে বর্ণিত ৩% অর্থ বরাদ্দ এবং ২৫% প্রকল্প নারী সদস্য কর্তৃক বাস্তবায়নের দাবীতে দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করেছে নারী উন্নয়ন ফোরাম।
সম্প্রতি কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি বিলকিস বেগমের নেতৃত্বে ইউপি মহিলা মেম্বার, মহিলা কাউন্সিলরা কমলগঞ্জ ইউএনও’র কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। ইউএনও’র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি বিলকিস বেগম বলেন, দেশের অর্ধেকের বেশি নারী। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী উন্নয়নে আইন আছে, কিন্তু মান্য নেই। এখন শুধু একটাই দাবী সকল উপজেলায় পরিপত্র অনুযায়ী ৩% বরাদ্দ এবং উপজেলা-ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের ২৫% নারী সদস্যদের নেতৃত্বে বাস্তবায়নের দাবী জানান।
পিআরএন/জেএইচজে
Leave a Reply