বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী, চার বারের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রিয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে শনিবার দুপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রতুলি বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বড়লেখা অবসরপ্রাপ্ত প্রবীণ সংঘ এর আয়োজন করেছে।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান। মরহুমের পরিবার থেকে বক্তব্য দেন তার ভাগ্নে নাহিদ আহমদ চৌধুরী।
প্রবীণ সংঘের সদস্য মদরিছ আলীর সভাপতিত্বে ও আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কর্মময় জীবন ও বড়লেখায় শিক্ষা-যোগাযোগ ক্ষেত্রে তার অসামান্য অবদান তোলে ধরে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রবীণ সংঘের জেনারেল সেক্রেটারি আব্দুর সাত্তার, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ জায়েদ আহমদ, জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, পাথারিয়া গাংকুল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, এবাদুর রহমান চৌধুরী প্রতিষ্ঠিত গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, নারীশিক্ষা একাডেমি অনার্স কলেজের সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রিয়াজুল ইসলাম, জাপা নেতা অনুকুল চন্দ্র দেব, বিএনপি নেতা ফয়জুর রহমান, ইউপি সদস্য আমিনুল হক, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, নাদের আহমদ, বদরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply