বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্জনের মধ্যদিয়ে এসব কর্মসূচির সূচনা হয়।
ইউএনও (ভারপ্রাপ্ত) সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার দীপক কুমার রায় প্রমুখ।
Leave a Reply