শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার বৃহত্তম মেধা যাচাই প্রতিষ্ঠান থার্ষ্ট ফর নলেজএর উদ্যোগে সদর উপজেলা ব্যাপি ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা মুফতি মাওলানা মোঃ শামছুল ইসলাম। সংগঠনের সভাপতি সাংবাদিক বকসী মিছবাহ উর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও ক্বিরাত প্রতিযোগিতার পরিচালক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম মাসুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান,দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, ব্যাংকার ড. মোঃ আবু তাহের উপদেষ্টা শেখ সামছু তালুকদার ও লতিফিয়া ক্বারী সোসাইটি, মৌলভীবাজার সদর এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ শফিকুল আলম সোহেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় অধ্যক্ষমা ওলানা বশির আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাটুনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মো: গিয়াস মিয়া, বিশিষ্ট সমাজকর্মী শামীম আহমদ প্রমুখ। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ সায়েদ আহমদ, মাষ্টার গোলাম মুর্শেদ, কাইয়ুম আহমদ, আবুল কাশেম, মাওলানা এমরান মিয়া, বকশী আহনাফ হোসেন রাহিন ও সাবেক মেম্বার সুন্দর মিয়া প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, জায়নামাজ, মেয়েদেরকে উড়না, টুপি, খাতা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। শিক্ষা ও সমাজসেবা মুলক সংগঠন থার্ষ্ট ফর নলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী বিশিষ্টকমিউনিটি লিডার বকশি মামুনুর রহমানের সার্বিক সহযোগীতা ও দিকনির্দেশনায় থার্ষ্ট ফর নলেজ জেলা পর্যায়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে ২০১৯ সাল থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। #
Leave a Reply