সড়ক দূর্ঘটনায় তছনছ চা শ্রমিক পরিবার! সড়ক দূর্ঘটনায় তছনছ চা শ্রমিক পরিবার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

সড়ক দূর্ঘটনায় তছনছ চা শ্রমিক পরিবার!

  • সোমবার, ৩ জুন, ২০২৪

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে সংঘটিত দূর্ঘটনায় তছনছ হয়ে গেছে একটি চা শ্রমিক পরিবার। একই পরিবারের ৩ সদস্য মারা গেছেন আরও ২জনসহ চালক হাসপাতালে মৃত্যুশয্যায় কাতরাচ্ছেন। ০২ জুন রোববার রাতে সংঘটিত হয় এই দূর্ঘটনা।

নিহত ব্যক্তিরা হলেন, পার্শ্ববর্তী জুড়ী উপজেলার কুচাই ফাঁড়ি চা-বাগানের বাসিন্দা দীনবন্ধু মুন্ডা (৫৫), দীনবন্ধুর ছেলে পূজন মুন্ডা (৩৫) ও বড় ভাই রবীন্দ্র মুন্ডা (৬০)। এ ঘটনায় আহত হন গাড়ি চালকসহ নিহতদের পরিবারের দীনবন্ধু মুন্ডার স্ত্রী কবিতা ও গোপাল মুন্ডা নামক ২ সদস্য।

কুলাউড়া ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা গেছে, দীনবন্ধু মুন্ডার এক মেয়েকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর চা-বাগানে বিয়ে দেন। ওই মেয়ের শাশুড়ী প্যারালাইসিস রোগে আক্রান্ত। তাঁকে দেখতে দীনবন্ধু মুন্ডা সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে পরিবারের সদস্যদের নিয়ে রোববার সকালে শ্রীমঙ্গলে যান।

সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত সাতটার দিকে কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় পৌঁছালে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বিপরীতমুখী ফ্রেশ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পূজন মুন্ডা ঘটনাস্থলেই মারা যান।

এরপর স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাঁদের কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটায় দীনবন্ধু, দীনবন্ধুর স্ত্রী কবিতা মুন্ডা, বড় ভাই গোপাল মুন্ডা, রবীন্দ্র মুন্ডা ও অটোরিকশার চালক আমির উদ্দিনকে মৌলভীবাজার সদর এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কুলাউড়া হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, হাসপাতালে আসার আগেই পূজন মুন্ডা মারা যান। মৌলভীবাজারের হাসপাতালে নেওয়ার পথে রবীন্দ্র মুন্ডা ও সিলেটে নেওযার পথে দীনবন্ধু মুন্ডা মারা যান।

নিহত ব্যক্তিদের প্রতিবেশী পঞ্চ নায়েক জানান, ৩ জনের লাশ বিভিন্ন হাসপাতালে রয়েছে। সবকিছু তছনছ হয়ে গেছে পরিবারটির। চিকিৎসকেরা বলেছেন, আইনি প্রক্রিয়া ও ময়না তদন্তের পর লাশগুলো হস্তান্তর করা হবে।

এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা কবে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews