বড়লেখা প্রতিনিধি::
বড়লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সিলেটস্থ বড়লেখা সমিতির নেতৃন্দ বৃহস্পতিবার দিনব্যাপি বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের উপাসনালয় ও আখড়া পরিদর্শন, আখড়া কমিটির দায়িত্বশীল ও হিন্দু—মুসলমান নেতৃবৃন্দের সাথে সম্মিলিত মতবিনিময় সভা করেছেন। এসময় বড়লেখা সমিতির নেতৃবৃন্দ চলমান পরিস্থিতিতে ধর্ম—বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার নাগরিকদের জান—মালের নিরাপত্তা বিধানে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
বড়লেখা সমিতির সহসভাপতি আব্দুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ সিলেটের সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সদস্য আতাউর রহমান ও জুলফিকার তাজুল বড়লেখা সদর ইউনিয়নের সোনাতোলা গ্রামে হিন্দু—মুসলমানদের নিয়ে যৌথভাবে মতবিনিময় সভা করেন। পরে তারা বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নীলাদ্রি চক্রবর্তীর বাড়ির লোকজন ও ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গীতাংশু দলপতির সাথে কোশল বিনিময় করেন। এরপর উপজেলার পাখিয়ালা, তেলিগুল, বারইগ্রাম আখড়া পরিদর্শন ও আখড়া কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কোশল বিনিময় ও কোনো সমস্যায় ভোগছেন কি—না খোঁজ খবর নেন।

বড়লেখা সমিতির সহসভাপতি আব্দুর রহমান শাহীন জানান, চলমান পরিস্থিতিতে স্বার্থান্বেষী একটি মহল নানা গোজব ছড়াচ্ছে। এতে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে কিছুটা হলেও উদ্বেগ—আতংক বিরাজ করছে। তাদের জান—মালের ও আখড়ার নিরাপত্তায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারিরা পাহারার ব্যবস্থা করেছেন। সনাতন ধর্মাবলস্বীরা কোনো উদ্বেগ—আতংক কিংবা কোনো ধরণের সমস্যার সম্মুখিন হচ্ছেন কিনা তা সরেজমিনে পরিদর্শণ করেছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply