এইবেলা, কুলাউড়া :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২জন অধ্যক্ষকে অব্যাহতি দেয়া হয়েছে। ১৩ আগস্ট রাতে মঙ্গলবার রাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠান দুটি হচ্ছে কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এবং আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির।
জানা যায়, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির এবং কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের নেতিবাচক ভুমিকায় ক্ষুব্দ হন শিক্ষার্থীরা। তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ইয়াকুব তাজুল মহিলা কলেজের সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পদত্যাগ চেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপিও প্রদান করেন।
শিক্ষার্থীদের আন্দোলন জোরদার হওয়ায় এবং অবস্থা বেগতিক দেখে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি কমিটির জরুরি সভা ডেকে তাদের অব্যাহতি দেন।
বিষয়টি নিশ্চিত করেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং কমিটির সভাপতি নবাব আলী নকি খান এবং ইয়াকুব তাজুল মহিলা কলেজের সভাপতি সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য।।##
Leave a Reply