বড়লেখা প্রতিনিধি :
বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের ভেতর ধর্মীয় উগ্রবাদবিরোধী আলোচনায় খতিবকে বাঁধা দেওয়ার জেরে বড়লেখায় যুবলীগ নেতা জসিম উদ্দিনের বন্ধ করে দেওয়া জিম্মি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার খুলে দিয়েছেন ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ। শনিবার থেকে ৫ দিন বন্ধ থাকার পর বুধবার রাতে অনাকাঙিক্ষত ঘটনার জন্য তিনি (জসিম উদ্দিন) অনুতপ্ত হয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় অবশেষে গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার ব্যবসা প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হয়েছে।
জানা গেছে, শুক্রবার সিলেটের বিয়ানীবাজার সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদে জুমার নামাজের পূর্বে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মশাহীদ আহমদ আলতাফ ধর্মীয় উগ্রবাদবিরোধী আলোচনা করছিলেন। এসময় জিম্মি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের মালিক যুবলীগ নেতা জসিম উদ্দিন খতিবকে বাঁধা প্রদান করেন। ঘটনাটি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এই ঘটনায় জিম্মি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার বয়কটের ডাক দেন স্থানীয় মুসলিম জনতা। একপর্যায়ে বড়লেখা পৌর শহরের জিম্মি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ও বিয়ানীবাজারের জিম্মি রেস্টুরেন্ট বন্ধ করে দেন বিক্ষুব্ধ তৌহিদি জনতা। পরে এক ভিডিও বার্তায় নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে সবার কাছে ক্ষমা চান রেস্টুরেন্ট মালিক জসিম উদ্দিন।
এদিকে ঘটনাটি সমাধানের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় বড়লেখা পৌরশহরের সাফরান রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, মুরাদগঞ্জ মাদ্রাসার মুহতামীম মাওলানা আতিকুর রহমান, বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন, মসজিদ কমিটির সভাপতি ফয়জুর রহমান, সালিশ ব্যক্তিত্ব মউর উদ্দিন, জিম্মি রেষ্টুরেন্ট মালিকের শ্বশুর মতিউর রহমান পাখি, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এমএম আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, জামায়াত নেতা সোহেল আহমদ, সাবেক মেম্বার মঈন উদ্দিন, মুফতী আব্দুল করিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, ব্যবসায়ী সমিতির সদস্য হারুনুর রশীদ, আব্দুল হাসিব, আব্দুর রহমান মানিক, শামীম আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।

সভায় জিম্মি রেষ্টুরেন্টের মালিক যুবলীগ জসিম উদ্দিন অনাকাঙিক্ষত এই ঘটনার জন্য সবার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চান। সভা শেষে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের উপস্থিতিতে যুবলীগ নেতা জসিমের মালিকানাধীন বড়লেখা পৌরশহরের জিম্মি রেস্টুরেন্টের তালা খুলে দেন।
বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুল হান্নান জানান, যুবলীগ নেতা জসিম উদ্দিন তৌহিদি জনতাসহ মুসল্লিদের কাছে ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সবাই তাকে ক্ষমা করে দেওয়ায় বুধবার রাতে তার মালিকানাধীন বড়লেখা পৌরশহরের জিম্মি রেষ্টুরেন্টের তালা খুলে দেওয়া হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply