ধর্ম যেথায় কর্ম ছাড়া
হবেই সেথায় পথ হারা।
আপন মনে রিপুর টানে
চলে যে সে বিবেক ছাড়া।
মানুষ মোরা, অমানুষের
চলছে হালচাল।
মানবতা আজ বর্বরতায়
সমাজ বেহাল।
জন্ম -মৃত্যু, বিপদ কালে
ধর্ম খুঁজি দোয়া ‘র ছলে।
বাকি সময় দোষ খুঁজে যাই
আমি আমার নিজকে ভূলে।
বলছি শোন প্রাণ ভরে..
ধর্ম মোদের কর্ম বলে
জীবন চলার পথ শেখায়।
সকাল সন্ধ্য ধর্ম মেনে
করি প্রভূর আরাধনা।
সৎ নিষ্ঠার জন্ম হবে
দূর হবে বেহায়াপনা।
ধর্ম মোরা লালন করি
ধর্ম দিয়ে সমাজ গড়ি।
ধর্ম মেনে শান্তি পাবে
কাল হাশরে জান্নাতি হবে।
Leave a Reply