প্রনীত রঞ্জন দেবনাথ :: ঢাকা-সিলেট রেলপথের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে চলন্ত অবস্থায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চার বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
১৫ ডিসেম্বর রোববার দুপুরে ভানুগাছ-শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মধ্যস্থানের কমলগঞ্জ লাউড়াছড়া জাতীয় উদ্যানের বনের ভেতরে এ ঘটনা ঘটে। এতে ট্রেন যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ভানুগাছ রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার কবির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে দুপুর ১২টা ৫২ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতর প্রবেশের পরপরই দুপুর ১ টা ৭-৮ মিনিটের দিকে পিছনের ৪ বগি রেখে বাফার পয়েন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির বলেন, ট্রেনে থাকা কর্মকর্তা বিষয়টি চালককে জানালে ট্রেন থামিয়ে পিছনে এসে ৪টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গলে পৌঁছে। এতে ট্রেন চলাচলে তেমন বিঘ্ন ঘটেনি।#
Leave a Reply