কুলাউড়া মিঠুপুর ক্লিনিকে স্বাস্থ্যসেবায় প্রবাসী রাজু’র ব্যতিক্রমী উদ্যোগ! কুলাউড়া মিঠুপুর ক্লিনিকে স্বাস্থ্যসেবায় প্রবাসী রাজু’র ব্যতিক্রমী উদ্যোগ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ প্রয়াত চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ স্মরণে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল কুড়িগ্রামে ৩০ একর জমিতে হচ্ছে ডিসি পার্ক, দ্রুত বাস্তবায়ন চায় জেলাবাসী কালীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন কমলগঞ্জে ৩ দিনব্যাপী মণিপুরি “লাই-হরাউবা” উৎসব শুরু কুলাউড়ায় ২ আ’লীগ নেতা আটক নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয়দের উৎসাহিত করার জন্য সংলাপ অনুষ্ঠিত

কুলাউড়া মিঠুপুর ক্লিনিকে স্বাস্থ্যসেবায় প্রবাসী রাজু’র ব্যতিক্রমী উদ্যোগ!

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

আবদুল আহাদ ::

মৌলভীবাজারের কুলাউড়ায় ইতালি প্রবাসী মোহিতুর রহমান রাজু নিজ এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। শনিবার উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর কমিউনিটি ক্লিনিকে “এসএনসি প্রজেক্ট” নামে ৫ বছর মেয়াদি এ ব্যতিক্রমি স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর, বেগমানপুর, আবুতালিপুর, রামপাশা, দিলদারপুর ও দূর্গাপুর এলাকার অনেক দরিদ্র শ্রেণির লোকজন টাকার অভাবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক সময় পাশ্ববর্তী সরকারি হাসপাতাল থেকে সাময়িক ঔষধ পেলেও টাকার অভাবে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেন না। ছ’মাস আগে দেশে ছুটি কাটাতে এসে বিষয়টি নজরে আসে মিঠুপুর এলাকার বাসিন্দা, ইতালি প্রবাসী মোহিতুর রহমান রাজুর।

তিনি মিঠুপুর কমিউনিটি ক্লিনিকে সম্পুর্ন ফ্রীতে ৬টি স্বাস্থ্যসেবার উদ্যোগ নিয়েছেন। সেবাগুলো হলো- ডায়াবেটিস রোগীদের নিয়মিত চেকআপ, গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ ও পরামর্শ, শিশুদের জন্য নেবু-লাইগেশন, বয়স্ক ও শিশুদের কেয়ার সেন্টার, ডিজেবল রোগীদের জন্য নিউমেটিক বেড এবং শাসকস্ট জনিত রোগীদের জন্য অক্সিজেন। শনিবার (২৫ জানুয়ারী) এক অনুষ্ঠানের মাধ্যমে “এসএনসি প্রজেক্ট” নামে ব্যতিক্রমী এ স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: জাকির হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে শিশু বিশেষজ্ঞ ডা. মো: জাকির বলেন, এই ব্যতিক্রমী উদ্যোগটি পুরো মৌলভীবাজার জেলায় এই প্রথম। তিনি প্রবাসী রাজু’র ভূয়সী প্রশংসা করে বলেন, স্বাস্থ্যসেবা একটি সওয়াবের কাজ। এই মহতী উদ্যোগের ফলে মিঠুপুর ক্লিনিক থেকে অত্রাঞ্চলের অনেক মানুষ উপকৃত হবেন। এভাবে প্রতিটি অঞ্চল থেকে বিত্তবান প্রবাসীরা স্বাস্থ্যসেবায় এগিয়ে আসলে সাধারণ লোকজন বেশ উপকৃত হতেন। এসময় ডা. জাকির শিশু ও  গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতায় অত্যান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মিঠুপুর কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের সভাপতি, ইউপি সদস্য বিমল দাসের সভাপতিত্বে এবং ক্লিনিকের সিএইচসিপি মো: কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনায় আরও বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক আমেরিকা প্রবাসী আব্দুস সালাম, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম ও প্রতিষ্ঠাতা শিক্ষক মোতাহীর আলী চৌধুরী (কনা স্যার), জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজীব আলী, প্রবাসী রাজুর স্ত্রী রিমা আক্তার হাজেরা প্রমুখ।

এক প্রতিক্রিয়ায় প্রবাসী রাজু মুঠোফোনে বলেন, সরকারের পাশাপাশি কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক এই স্বাস্থ্যসেবা প্রজেক্টটি হাতে নিয়েছেন। এলাকার অসহায় গরীব মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে আগামী ৫ বছর এই সেবাগুলো দেওয়া হবে।  এছাড়াও অটিস্টিক বাচ্চাদের উন্নত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ারও উদ্যোগ নিচ্ছেন। এই প্রজেক্টটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews