এইবেলা, কুলাউড়া :: জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাকে আটক করে পুলিশ।
কুলাউড়া থানার ওসি গোলাম আপসার জানান, আটককৃত যুবলীগ নেতা রুহুল আমিন গত ২৪ জুলাই এবং ৩ আগষ্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শান্তিপূন মিছিলে সশস্র হামলা চালিয়ে শিক্ষাথীদের গুরুতর আহত করেন এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার করেন। দুটি ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০৩ জনের নামে এবং আরও অজ্ঞাত ৫০ জনের বিরূদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় কুলাউড়া থানায়। এ পর্যন্ত ৩০-৩২ জন আসামীকে পুলিশ আটক করেছে পুলিশ।#
Leave a Reply