জুড়ী প্রতিনিধি ::: মৌলভীবাজার জেলার জুড়ীতে উত্তর জাঙ্গীরাই জামে মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করায় উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ ও শিশু কিশোর পরিষদের পক্ষ থেকে বাইসাইকেল পুরষ্কার পেয়েছে শিশু-কিশোরেরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উত্তর জাঙ্গীরাই জামে মসজিদ প্রাঙ্গণে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গীরাই জামে মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার একটি প্রতিযোগিতার আয়োজন করে উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ ও শিশু কিশোর পরিষদ। প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিশু -কিশোর। তাদের মধ্যে ১৬ জন শিশু-কিশোরকে বাইসাইকেল এবং বাকিদেরকে স্কুল ব্যাগ, ইসলামিক বই, খাতা, মেয়েদের হিজাব ও ক্রেস্ট পুরষ্কার দেয়া হয়।
উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইসহাক আহমেদের সঞ্চালনায় ও
শিশু কিশোর পরিষদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক চেয়াম্যান পদ প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা মোহাম্মাদিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, উত্তর জাঙ্গীরাই সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী এডভোকেট শাখাওয়াত হোসাইন, বর্তমান সভাপতি আবু সাঈদ স্বপন, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান আজিজি, উত্তর জাঙ্গীরাই জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি কামাল হোসেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আমিরুল ইসলাম কাওছারী, শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি শহিদুল্লাহ কাউসার, শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রবাসী শাখার সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসাই প্রমুখ।
শিশু কিশোর পরিষদের সভাপতি শরিফুল ইসলাম ও সহ-সভাপতি শহিদুল্লাহ কাউসার বলেন, গ্রামের শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়। আমাদের এ প্রতিযোগিতায় শিশু-কিশোরদের একটানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের ঘোষণা করি। আগামীতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply