এইবেলা, কুলাউড়া :: “আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ” প্রকল্পের আওতায় কুলাউড়া উপজেলার কাদিপুর, ভূকশিমইল, কুলাউড়া ও রাউৎগাঁও ইউনিয়নে নলকূপ মেরামতে টুলবক্স বা যন্ত্রপাতি বিতরণ করা হয়। স্থানীয় ২০৮ টি সিবিওর মধ্যে বিতরণ ১২ ফেব্রুয়ারি ইউএনও মোঃ মহিউদ্দীন কুলাউড়া উপজেলা কার্যালয়ে উদ্ভোধন করেন।
ইতিমধ্যে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন ) উক্ত ৪ টি ইউনিয়নের ২০৮ টি সিবিওর ৪০০ জনকে নলকূপ মেরামত ও রক্ষণাবেক্ষন প্রশিক্ষণ প্রদান শেষ করেন এবং উক্ত সিবিওতে আরও ৪০০ জনকে পর্যায়ক্রমে প্রশিক্ষন প্রদান করা হবে।
জিওবি ইউনিসেফ টিএ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইউনিসেফের সহযোগিতায় খাবার ও রান্নার কাজে নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করতে, খোলা যায়গায় পায়খানা নয় ও আর্সেনিক সেইফ ইউনিয়ন ঘোষনাকল্পে উক্ত প্রকল্প বাতবায়িত হচ্ছে।
অনুষ্টানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ প্রকৌশলী মোঃ মহসিন, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার আহমেদ হোসেন চৌধুরী হেলাল, মোহাম্মদ সাদেক সফিউল্লাহ, নাহিদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।#
Leave a Reply